মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 6, 2024 10:28 AM

printer

ভারতীয় মুষ্টি যোদ্ধা মনদীপ জংরা বিশ্ব বক্সিং ফেডারেশনের সুপার ফেদারওয়েটের বিশ্ব শিরোপা জয় করেছেন।

      ভারতীয় মুষ্টি যোদ্ধা মনদীপ জংরা বিশ্ব বক্সিং ফেডারেশনের সুপার ফেদারওয়েটের বিশ্ব শিরোপা জয় করেছেন। কেম্যান দ্বীপপুঞ্জে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনি গতকাল ব্রিটেনের কোনর ম্যাকিনটসকে ১০-০-এ পরাজিত করেন। এই জয়ের সঙ্গে সঙ্গে মনদীপ হলেন  প্রথম ভারতীয় যিনি এই বিশ্ব চ্যাম্পিয়ানশিপ খেতাব লাভ করলেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।