December 24, 2025 11:23 AM

printer

ভারতীয় মহাকাশ গবেষনা সংগঠন ইসরো, নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে আজ ব্লু বার্ড ব্লক টু যোগাযোগ উপগ্রহের  সফল উতক্ষেপণ করেছে।

ভারতীয় মহাকাশ গবেষনা সংগঠন ইসরো, নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে আজ ব্লু বার্ড ব্লক টু যোগাযোগ উপগ্রহের  সফল উতক্ষেপণ করেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে সকাল ৮ টা বেজে ৫৪ মিনিটে ভারতের সবচেয়ে শক্তিশালী লঞ্চ ভেহিকেল এলভিএমথ্রি – এম সিক্স রকেটের সাহায্যে এই উতক্ষেপন করা হবে। এটি এলভিএমথ্রির ষষ্ঠ উত্ক্ষেপণ। এর ফলে নির্ভরযোগ্য ও সুলভে বাণিজ্যিক মহাকাশ উতক্ষেপনে ভারতের ভূমিকা আরো শক্তিশালী হবে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের এএসটি স্পেস মোবাইল  দ্বারা নির্মিত ব্লু বার্ড টু হল বৃহত্তম বাণিজ্যিক যোগাযোগ রক্ষাকারী উপগ্রহ। মহাকাশ থেকে সরাসরি মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার জন্য এটিকে নির্মাণ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো  প্রত্যন্ত এলাকায় স্ট্যান্ডার্ড স্মার্টফোনে ফোর জি বা ফাইভ জি পরিষেবা প্রদান করা।

এই সফল উৎক্ষেপণ-এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে বলেছেন এটি মহাকাশ ক্ষেত্রে ইসরোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি ইসরোর সকল বিঞ্জানী এবং কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।