মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 27, 2025 9:42 PM

printer

ভারতীয় মহাকাশ গবেষনা সংগঠন ইসরো LVM3 উতক্ষেপন যানটিকে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের লঞ্চপ্যাডে স্থানান্তর করেছে।

ভারতীয় মহাকাশ গবেষনা সংগঠন ইসরো LVM3 উতক্ষেপন যানটিকে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের লঞ্চপ্যাডে স্থানান্তর করেছে। আগামী দোসরা নভেম্বর উতক্ষেপন হতে চলা এই যানটিকে CMS 03 যোগাযোগ উপগ্রহের দ্বারা পূর্ণসজ্জিত করা হয়েছে। মার্ক থ্রী উতক্ষেপন যানের পঞ্চম পরীক্ষামূলক উড়ানের মাধ্যমে ভারতের সর্বোচ্চ ওজন সম্পন্ন ৪ হাজার ৪শো কেজির যোগাযোগ উপগ্রহটিকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে প্রতিস্থাপন করা হবে। এই CMS 03  মাল্টি ব্যান্ড যোগাযোগ উপগ্রহটি ভারতীয় ভূখন্ড বরাবর সামূদ্রিক অঞ্চলে যোগাযোগ পরিষেবা বাড়ানোর পাশাপাশি প্রত্যন্ত এলাকায় ডিজিটাল পরিসরের বিস্তার ঘটাবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।