ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, এমাসের ১২ তারিখ PSLV-C-62 মহাকাশে পাঠাবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় ইসরোর পক্ষ থেকে আজ একথা জানানো হয়। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে সকাল ১০’টা ১৭ মিনিটে এ’টি উৎক্ষেপণ করা হবে।
ইসরোর সূত্রে আরো জানা গেছে, এই কর্মসূচীর প্রাথমিক লক্ষ্য হল- আর্থ অবসারভেশন স্যাটেলাইট বা ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ EOSN-ONE মহাকাশে পাঠানো।
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা-DRDO-র তৈরী ওই উপগ্রহটির তোলা ছবি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হবে। ভারত ছাড়াও অন্য কয়েকটি দেশের আরো ১৮টি সহায়ক উপগ্রহ’ও এই মিশনের অন্তর্ভুক্ত হবে।