ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সন্ধ্যায় শ্রীহরিকোটা থেকে ভারতের সবথেকে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03– GSAT-7R এর সফল উৎক্ষেপণ করেছে। এই ভারী উত্তোলন রকেটটি ভারতীয় উৎক্ষেপণ যানের সাহায্যে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল ৫.২৬ মিনিটে ভূসমলয় স্থানান্তর কক্ষে উত্ক্ষেপণ করা হয়েছে। এই অভিযানের লক্ষ্য নৌ যোগাযোগ জোরদার করা এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযোগ বৃদ্ধি করা। এটি ভারতের সবচেয়ে ক্ষমতাশালী রকেটের পঞ্চম সফল উৎক্ষেপণ। উপগ্রহটি একটি মাল্টিব্যান্ড সামরিক যোগাযোগ ব্যবস্থা।
Site Admin | November 2, 2025 7:09 PM
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সন্ধ্যায় শ্রীহরিকোটা থেকে ভারতের সবথেকে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03– GSAT-7R এর সফল উৎক্ষেপণ করেছে।