মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 23, 2025 10:03 PM

printer

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ডাঃ ভি নারায়নন ঘোষণা করেছেন, গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপন অর্থাৎ ডি-ওয়ানের আগে ৯০ শতাংশ কাজই সম্পন্ন করা হয়েছে

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ডাঃ ভি নারায়নন ঘোষণা করেছেন, গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপন অর্থাৎ ডি-ওয়ানের আগে ৯০ শতাংশ কাজই সম্পন্ন করা হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই উৎক্ষেপন সম্ভব হবে।ডাঃ নারায়ণন আজ বেঙ্গালুরুতে জানান, মহাকাশযাত্রীদের নিষ্ক্রমণ ব্যবস্থা, প্যারাশুটের কার্যকরিতা, যোগাযোগ ব্যবস্থার পরীক্ষাগুলি সফল হয়েছে। ডিসেম্বরে ব্যোমমিত্র নামে একটি মডেলকে যাত্রীবিহীন গগনযানের সওয়ারি করে পৃথিবীর নিম্নকক্ষপথ বরাবর উৎক্ষেপন করা হবে।মহাকাশযাত্রী নিয়ে গগনযানের চূড়ান্ত অভিযানের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে আগামী ২০২৭ সাল।