মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 13, 2025 4:09 PM

printer

ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ তিন নভোশ্চরকে নিয়ে এক্সিওম-৪ আগামীকাল যাত্রা শুরু করবে

ভারতীয় মহাকাশচারী  শুভাংশু শুক্লা সহ তিন নভোশ্চর কে নিয়ে এক্সিওম-৪ মিশনের ফিরতি যাত্রা  আগামীকাল শুরু হবে। এক সামাজিক মাধ্যম  পোস্টে, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. জিতেন্দ্র  সিং জানিয়েছেন, আগামীকাল unlocking  প্রক্রিয়া শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ তে ৩০ মিনিটে।  মঙ্গলবার মহাকাশচারীরা ভারতীয় সময় প্রায় বিকেল ৩  তে পৃথিবীতে পা রাখবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।