ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন এবং পুরুষদের শীর্ষ বাছাই ডাবলস জুটি চিরাগ শেঠি এবং সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ডেনমার্ক ওপেন ২০২৫-এ ভারতীয় দলের নেতৃত্ব দেবেন।এছাড়া পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেনের সঙ্গে আয়ুশ শেঠি এবং পুরুষদের ডাবলসে ষষ্ঠ বাছাই চিরাগ এবং সাত্ত্বিকসাইরাজের সঙ্গে সাই প্রতীক কে এবং পৃথ্বী কৃষ্ণমূর্তি রায়ও ভারতীয়দের মধ্যে রয়েছেন।
ভারতের মহিলাদের মধ্যে সিঙ্গলস বিভাগে একমাত্র ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছেন অনমোল খার্ব।পাশাপাশি মিক্সড ডাবলসে অলিম্পিয়ান তানিশা ক্রাস্টোর সঙ্গী ধ্রুব কপিলা এবং ডাবলস বিভাগে কবিপ্রিয়া সেলভাম-সিমরান সিংহি এবং রুতপর্ণা পান্ডা-শ্বেতাপর্ণা পান্ডা ভারতের প্রতিনিধিত্ব করছেন।