মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 21, 2025 10:08 PM

printer

ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনায়, চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান দুঃখপ্রকাশ করেছেন।

ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনায়, চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান দুঃখপ্রকাশ করেছেন। সমাজমাধ্যমের এক বার্তায় শ্রী চৌহান বলেন, বিপদের এই সময়ে গোটা বাহিনী মৃত বিমানচালকের পরিবারের পাশে রয়েছে।

উল্লেখ্য, ভারতীয় যুদ্ধ বিমান তেজস আজ দুবাই এয়ারশো চলাকালীন ভেঙে পড়ে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। আল মাখতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এয়ার শো এর শেষ দিনে আজ আকাশপথে প্রদর্শনীর সময় বিমানটি ভেঙে পড়ে। উড়ানের কিছুক্ষণেরর মধ্যেই সশব্দে মাটিতে আছড়ে পড়লে তীব্র বিস্ফোরণ হয়। মৃত্যু হয়েছে বিমান চালকের। ভারতীয় বায়ু সেনা, বিমান চালকের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, জ্বালানী লিক করে এই দুর্ঘটনা ঘটেছে বলে বিভিন্ন মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে সরকার জানিয়েছে। পি আই বির ফ্যাক্ট চেক ইউনিট বলেছে, যে তরল পদার্থ ক্ষরণের ছবি দেখা যাচ্ছে তা বিমানের যন্ত্রাংশে ঘনীভূত জল। দুবাইয়ের আবহাওয়ায় এই নিঃসরণ অত্যন্ত স্বাভাবিক বলে জানানো হয়েছে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।