ভারতীয় বক্সার যদুমণি সিং মণ্ডেংবাম গ্রেট ব্রিটেন এর এলিস ট্রাউব্রিজকে ৩-২ এ পরাজিত করে বিশ্ব বক্সিং কাপ ব্রাজিল ২০২৫ এর ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন। পরের ম্যাচে তিনি এশিয়ান অনূর্ধ্ব-২২ চ্যাম্পিয়ন আসিলবেক জালিলভের মুখোমুখি হবেন।
এর আগে ভারতের অভিযান ৭৫ কেজি, ৮৫ কেজি, এবং ৯০ কেজি বিভাগে শেষ হয়। যেখানে নিখিল দুবে, জুগনু, এবং নরেন্দ্র পরাজিত হন। ৮০ কেজি বিভাগে লক্ষ্য চহর ব্রাজিল এর ওয়ান্ডারলে পেরেইরা এর কাছে ০-৫ এ হেরে যান প্রথম রাউন্ডে।
তবে পদকের আশা আরও আছে। ভামানিশ রাঠোর, হিতেশ, এবং অভিনাশ জামওয়াল তাদের নিজ নিজ রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন।