মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 22, 2025 10:39 AM

printer

ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল, মার্কিন যুক্তরাষ্ট্রের Federal Bureau of Investigation এফ বি আই-এর নবম ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।

ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল, মার্কিন যুক্তরাষ্ট্রের Federal Bureau of Investigation এফ বি আই-এর নবম ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। একে তাঁর জীবনের এক বিরাট সম্মান হিসেবে উল্লেখ করেছেন শ্রী প্যাটেল। গত বৃহস্পতিবার আমেরিকার সেনেটে ৫১-৪৯ ভোটে কাশের নিয়োগ অনুমোদিত হয়। দুই রিপাবলিকান তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। বাইডেন প্রশাসনের অবসানের পর ক্রিস্টোফার রে পদত্যাগ করায় কাশ প্যাটেল তাঁর স্থলাভিষিক্ত হলেন।

রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্যাটেলের প্রশংসা করে বলেছেন, এফ বি আই য়ের ডিরেক্টর পদটিতে তিনি সর্বোত্তম ভূমিকা পালন করবেন। যদিও তাঁর জমানায় এফ বি আইকে ট্রাম্পের বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে ডেমোক্র্যাটরা কাশের সমালোচনা করেছেন। তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক পক্ষপাতিত্ব’-এর অভিযোগ তুলেছে ডেমোক্র্যাট শিবির। তবে এই দাবী খারিজ করে দিয়েছেন প্যাটেল। সংবিধানের নীতিগুলি রক্ষার প্রতিশ্রুতিও দেন তিনি।