ভারতীয় ফুটবলার রাহুল কে পি আসন্ন দ্য সকার টুর্নামেন্টে প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছেন। যা ভারতীয় ফুটবলের জন্য যুগান্তকারী মুহূর্ত। সেভেন-এ-সাইড এই টুর্নামেন্টে রাহুলই প্রথম ভারতীয় ফুটবলার যিনি ডাক পেলেন। ৪ থেকে ৯ জুন উত্তর ক্যারোলিনার ক্যারিতে এই টুর্নামেন্টে ৪৮টি দল অংশ নেবে। এর মধ্যে রয়েছে এএফসি বোর্নমাউথ, ভিলারিয়াল সিএফ, বরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাটলেটিকো ডি মাদ্রিদের মতো শীর্ষ ক্লাবগুলি। কেরালার ত্রিচূরের ফুটবলার রাহুল ভারতীয় জাতীয় দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন।
Site Admin | May 24, 2025 10:13 AM
ভারতীয় ফুটবলার রাহুল কে পি আসন্ন দ্য সকার টুর্নামেন্টে প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছেন।
