ভারতীয় পণ্যে ২৫ শতাংশ মার্কিন শুল্ক আরোপের প্রভাব কী হতে চলেছে, সরকার তা খতিয়ে দেখছে। আজ লোকসভায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য পীযুষ গোয়েল। মার্কিন শুল্ক চাপানো প্রস এদিন তিনি বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে সবরকম পদক্ষেপ করা হবে। এবিষয়ে সরকারের তরফে কৃষক, উদ্যোগপতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগী এবং বিভিন্ন বণিকসভার সঙ্গে আলোচনা করা হবে বলেও শ্রী গোয়েল জানিয়েছেন। ভারত ও আমেরিকার মধ্যে একটি স্বচ্ছ, পারস্পরিকভাবে লাভজনক একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে গত কয়েকমাস ধরে আলোচনা চলছে বলেও কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন। ভারত বর্তমানে বিশ্বের সবথেকে দ্রুত বৃদ্ধির অর্থনীতি এবং ভবিষ্যতে তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হয়ে উঠবে বলেও তিনি দাবি করেছেন।
Site Admin | July 31, 2025 9:21 PM
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ মার্কিন শুল্ক আরোপের প্রভাব কী হতে চলেছে, সরকার তা খতিয়ে দেখছে।
