ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ কাদমার্ট তিনদিনের ইন্দোনেশিয়া সফর সফলভাবে সম্পন্ন করেছে। প্রতিরক্ষামন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘদিনব্যাপী সামুদ্রিক অংশীদারিত্ব এই সফরের ফলে আরও মজবুত হলো। দেশে নির্মিত সাব্ মেরিন প্রতিরোধী যুদ্ধাস্ত্র কর্বেট এই সফরে অংশগ্রহণ করে।
Site Admin | August 24, 2025 8:43 AM
ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ কাদমার্ট তিনদিনের ইন্দোনেশিয়া সফর সফলভাবে সম্পন্ন করেছে।
