December 29, 2025 11:00 PM

printer

ভারতীয় নৌ বাহিনীর ঐতিহাসিক পালতোলা জাহাজ আই এন এস ভি কৌন্ডিন্য আজ তার প্রথম বিদেশ যাত্রা শুরু করেছে।

ভারতীয় নৌ বাহিনীর ঐতিহাসিক পালতোলা জাহাজ আই এন এস ভি কৌন্ডিন্য আজ তার প্রথম বিদেশ যাত্রা শুরু করেছে। গুজরাটের পোরবন্দর থেকে ওমানের মাস্কাটের উদ্দেশে রওনা দিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আই এন এস ভি কৌন্ডিন্য-র প্রথম বিদেশ যাত্রায় সন্তোষ ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রাচীন ও চিরাচরিত প্রযুক্তি ব্যবহার করে এই জাহাজ ও তার যন্ত্রাংশ নির্মাণ করা হয়েছে। সমুদ্র ক্ষেত্রে দেশের সমৃদ্ধ ঐতিহ্যের কথাই এতে প্রতিফলিত হয়েছে।

প্রধানমন্ত্রী, জাহাজের নির্মাতা, নকশা-প্রস্তুতকারক, এবং নৌসেনাকে এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। উপসাগরীয় অঞ্চলের সঙ্গে দেশের ঐতিহাসিক সংযোগের কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী জাহাজটির যাত্রা সুরক্ষিত ও স্মরণীয় করে রাখতে জাহাজের সদস্যদের শুভ কামনা জানান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।