ভারতীয় চা পর্ষদ , উত্তরবঙ্গে চায়ের নতুন মরসুম শুরুর দিনক্ষন ঘোষনা করেছে। আগামী ১৭ই ফেব্রুয়ারি থেকে তরাই ও ডুয়ার্সে এবং ২৭ ফেব্রুয়ারি থেকে পাহাড়ের বাগানগুলিতে কাঁচা পাতা তোলার কাজ শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য ভালো মানের পাতা না মেলার কারনে চা পর্ষদ গত কয়েক বছর শীতের মরসুমে চা উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়। চলতি শীতে গত ৩০ নভেম্বর উৎপাদন বনধের নির্দেশ দেওয়া হয়েছিল।