December 9, 2025 4:03 PM

printer

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই ২০২৬ এর আইপিএল এর নিলামের জন্য চূড়ান্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই ২০২৬ এর আইপিএল এর নিলামের জন্য চূড়ান্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। এই মাসের ১৬ তারিখে আবুধাবিতে নির্ধারিত নিলামে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি খেলোয়াড় অংশ নেবেন।  মোট ১ হাজার ৩৯০ জন খেলোয়াড় নিলামের জন্য নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে ৩৫০ জনকে বাছাই করা হয়েছে। এবারের নিলামে বিপুল সংখ্যক অবাছাই বা আনক্যাপড খেলোয়াড়ও রয়েছে—যাদের মধ্যে ২২৪ জন ভারতীয় এবং ১৪ জন বিদেশি। 

এবারের নিলামে ৭৭টি স্লটের জন্য তীব্র দরকষাকষি হবে বলে মনে করা হচ্ছে।  এর মধ্যে ৩১টি স্লট বিদেশি খেলোয়াড়দের জন্য নির্ধারিত। এ পর্যন্ত বিভিন্ন দল মোট ১৭৩ জন খেলোয়াড়কে ধরে রেখেছে।