ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আই সি জি, গতকাল গোয়া শিপইয়ার্ডে দুটি উন্নত পেট্রোল চালিত জলযান আই সি জি শিপ অজিত এবং আই সি জি শিপ অপরাজিতের উদ্বোধন করেছে। প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, নতুন ৫২ মিটার দীর্ঘ জলযানগুলি ভারতে তৈরী সপ্তম ও অষ্টম ফাস্ট পেট্রোল ভেসেল। প্রায় ৩শো ২০ টনের এই জাহাজগুলিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রাংশ এবং উন্নত প্রপালশন পদ্ধতি। মতস্যজীবিদের সুরক্ষা ছাড়াও জাহাজগুলিকে উপকূলে নজরদারী, মাদক পাচার রোধ, জলদস্যুদের মোকাবিলা এবং তল্লাশী ও উদ্ধার অভিযানে কাজে লাগানো হবে।
Site Admin | October 25, 2025 11:20 AM
ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আই সি জি, গতকাল গোয়া শিপইয়ার্ডে দুটি উন্নত পেট্রোল চালিত জলযান আই সি জি শিপ অজিত এবং আই সি জি শিপ অপরাজিতের উদ্বোধন করেছে।
 
		 
									 
									 
									 
									