ভারতীয় আবহাওয়া বিভাগ(IMD) দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান এবং মুজফফরাবাদে আজ ঘন কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি করেছে। IMD জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিভিন্ন এলাকা আগামী ২-৩ দিন ঘন কুয়াশায় আছন্ন থাকবে। এছাড়াও, উত্তরাখণ্ড, দিল্লি, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিসগড় ও রাজস্থানে আগামিকাল পর্যাপ্ত থেকে তীব্র ঠাণ্ডার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান অত্যন্ত নিম্নমানের বলে জানা গেছে।