December 10, 2025 12:17 PM

printer

ভারতীয় আবহাওয়া দফতর পাঞ্জাব, হরিয়ানা,  চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, কর্ণাটকের উত্তর ও মধ্য ভাগ ও তেলেঙ্গানায় আগামী ২ দিন শৈত্য প্রভাবের পৃর্বাভাস দিয়েছে

ভারতীয় আবহাওয়া দফতর পাঞ্জাব, হরিয়ানা,  চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, কর্ণাটকের উত্তর ও মধ্য ভাগ ও তেলেঙ্গানায় আগামী ২ দিন শৈত্য প্রভাবের পৃর্বাভাস দিয়েছে। হিমাচলপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, অসম ও মনিপুরে আজ সকালে কয়েকঘণ্টা গাঢ় কুয়াশা থাকবে বলে মৌসম ভবন জানিয়েছে। মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম ও ত্রিপুরাতেও কুয়াশা থাকার সম্ভাবনা।

অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। মহারাষ্ট্রে আগামী তিনদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি নীচে নেমে আসবে।