December 27, 2025 9:52 PM

printer

ভারতীয় আবহাওয়া দফতর চলতি মাসের ৩০ তারিখ অব্দি পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে ঘন থকে অতিঘন কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর চলতি মাসের ৩০ তারিখ অব্দি পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে ঘন থকে অতিঘন কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে। উত্তরপ্রদেশেও একইরকম পরিস্থিতি থাকবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শৈত্য প্রবাহ থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে। আগামিকাল বিহার ও উত্তর প্রদেশের কয়েকটি জেলায় প্রবল ঠাণ্ডা পড়তে পারে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।