ভারতীয় আবহাওয়া দফতর – আই এম ডি আজ অরুণাচল প্রদেশে অতি ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে। আই এম ডি জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত সে-রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চল সহ তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলে আজ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিমে আজ ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে। মধ্য মহারাষ্ট্র সহ সে-রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টি হতে পারে বলে আই এম ডি জানিয়েছে।