ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি আজ জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান এবং মুজাফরাবাদে ভারি থেকে অতিভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। বজ্র বিদ্যুতের সঙ্গে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। ভারি বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায়। দিল্লি সহ জাতীয় রাজধানী অঞ্চলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তর বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘন্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ এলাকা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামীকাল থেকে কয়েকদিন এরাজ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
(উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তল থাকার সম্ভাবনা থাকায় পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত আগামীকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।)