May 28, 2025 11:08 AM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর IMD, বর্ষার মরশুমে দেশে স্বাভাবিকের থেকে বেশী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর IMD, বর্ষার মরশুমে দেশে স্বাভাবিকের থেকে বেশী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জানা গেছে, বর্ষা এ বছর নির্দিষ্ট সময়ের আগে প্রবেশ করেছে। একইসঙ্গে উত্তর পশ্চিম ভারত, মধ্য ও পূর্ব ভারতে আগামী মাসে স্বাভাবিকের কম তাপপ্রবাহের কথাও বলা হয়েছে।
এদিকে, আই এম ডি, আজ ও আগামীকাল কর্ণাটক উপকূল, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই পরিস্থিতি থাকবে ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড ও বিদর্ভে।
অন্যদিকে, উত্তর- পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি ক্রমে উত্তরদিকে অগ্রসর হওয়ায় আজ ও আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সর্বত্রই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ইতিমধ্যেই গত রাত থেকে বৃষ্টি হচ্ছে। আজ সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী ৩১ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।