ভারতীয় আবহাওয়া দপ্তর বিহারে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। পূর্ব উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশেও শীতের প্রভাব বজায় থাকবে। পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড ও উত্তর পূর্বের রাজ্যগুলোতে ভারী কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জম্মু কাশ্মীর, লাদাখ ও মুজাফফরাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর কাশ্মীরের উঁচু অংশে পশ্চিমি ঝঞ্ঝার কারণে তুষারপাত হয়েছে বলে খবর। গুলমার্গ, তুলাইল উপত্যকায় হালকা থেকে ভারী তুষার বৃষ্টি হয়েছে। জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত এই সমস্ত অঞ্চল মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, দিল্লী ও জাতীয় রাজধানী অঞ্চলে ঘন কুয়াশার কারণে আজ বেশ কিছু ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। ২৫ টি ট্রেন ৩ ঘণ্টার বেশি দেরিতে চলছে বলে খবর।