ভারতীয় আবহাওয়া দপ্তর হিমাচল প্রদেশ ,পাঞ্জাব ,হরিয়ানা ,চন্ডিগড় ,দিল্লী ,উত্তর প্রদেশ এবং বিহারে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে। উত্তরাখন্ড, পূর্ব মধ্যপ্রদেশ, ওড়িশা ,হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশে আজ ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে ছত্রিশগড়, হরিয়ানা ,চন্ডিগড় ,দিল্লি ,মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডেও শৈত্যপ্রবাহ চলবে। অন্যদিকে দিল্লী জাতীয় রাজধানী অঞ্চলে বায়ুর গুণমান আরো খারাপ হয়েছে। আজ সকালে দিল্লীতে Air Quality Index পৌঁছেছে ৪০৩ এ।
Site Admin | December 29, 2025 12:31 PM
ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তর ভারতে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে