ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তামিলনাড়ু, পুদুচেরী, করাইকাল, কেরালা, মাহে, আন্দামান ও নিকোবোর দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী এবং লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দপ্তর সূত্রে খবর, আগামী ৪ দিনে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। এর সঙ্গে আজ আন্দামান সাগর, উত্তর তামিলনাড়ু উপকূল, দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর, মান্নার উপসাগর এবং সংলগ্ন কোমোরিন অঞ্চলে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, দিল্লি-এনসিআর-এ বায়ুর গুণগতমান অত্যন্ত খারাপ স্তরে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টায় দিল্লিতে বাতাসের গুণমান সূচক (AQI) ৩৯৬ রেকর্ড করা হয়েছে।