মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 24, 2025 12:08 PM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে

ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তামিলনাড়ু, পুদুচেরী, করাইকাল, কেরালা, মাহে, আন্দামান ও নিকোবোর দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী এবং লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দপ্তর সূত্রে খবর, আগামী ৪ দিনে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। এর সঙ্গে আজ আন্দামান সাগর, উত্তর তামিলনাড়ু উপকূল, দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর, মান্নার উপসাগর এবং সংলগ্ন কোমোরিন অঞ্চলে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

                      এদিকে, দিল্লি-এনসিআর-এ বায়ুর গুণগতমান অত্যন্ত খারাপ স্তরে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টায় দিল্লিতে বাতাসের গুণমান সূচক (AQI) ৩৯৬ রেকর্ড করা হয়েছে।