ভারতীয় আবহাওয়া দপ্তর- IMD, আগামী তিনদিন উত্তর পূর্বের রাজ্যগুলিতে ও মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অরুনাচল প্রদেশ, আসাম,মেঘালয়,বিহার, কোঙ্কণ , গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠয়াওয়ারা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ , সিকিম এবং উত্তরাখণ্ডের কোনও কোনও জায়গায় আগামীকাল ভারী থেকে অতিভারি বৃষ্টির সম্ভবনা।
ছত্তিশগড়, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ , ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, কর্ণাটকের উত্তরাংশের বিভিন্ন স্থানে, তেলেঙ্গানা ও বিদর্ভে আগামীকাল ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ।
তবে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রাজস্থানের কিছু অংশ থেকে বিদায় নেওয়ায় আগামী দু-তিন দিনের মধ্যে পাঞ্জাব ও গুজরাটের কিছু জায়গায় পরিস্থিতির উন্নতি হবে।