ভারতীয় আবহাওয়া দপ্তর আই এম ডি জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিহার ও পূর্ব উত্তরপ্রদেশে প্রবেশ করেছে। আগামী দু তিনদিনে উত্তর ও মধ্য ভারতে তা বিস্তার লাভ করবে। এর ফলে ঝাড়খন্ড, ছত্তিশগড়, ওড়িসা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আই এম ডি-র বিজ্ঞানী আর কে জেনামনি জানিয়েছেন, কোঙ্কন, গোয়া, গুজরাত ও মধ্য মহারাষত্রে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারী করা হয়েছে। মুম্বাই অঞ্চলে থাকছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা।
Site Admin | June 19, 2025 10:02 PM
ভারতীয় আবহাওয়া দপ্তর আই এম ডি জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিহার ও পূর্ব উত্তরপ্রদেশে প্রবেশ করেছে।
