ভারতীয় আবহাওয়া দপ্তর আই এম ডি, পরবর্তী তিনদিন গুজরাত, কোঙ্কন, গোয়া, কর্নাটক এবং কেরালায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারী করেছে। পূর্ব মধ্যে বঙ্গপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি পরবর্তী ৩৬ ঘন্টায় আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে এগোতে পারে। এর ফলে ঐ অঞ্চলে আগামী ৬ থেকে ৭ দিন বজ্রবিস্যুত সহ ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টি হবে।
এদিকে, পশ্চিমবঙ্গে অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রায় সব জেলাতেই কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কেরালায় আগামী দু এক দিনের মধ্যে বর্ষা আসতে চলেছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। ।