মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 15, 2024 8:33 PM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর আই এম ডি, আজ উত্তরাখন্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর আই এম ডি, আজ উত্তরাখন্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে ঐ তিন রাজ্যের অন্যান্য এলাকায়। হরিয়ানা ও দিল্লীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দিল্লীতে আজ সকালের বৃষতির ফলে ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে মানুষ খানিকটা স্বস্তি পেয়েছেন। আই এম ডির বরিষ্ঠ বিজ্ঞানী সোমা সেন রায় আকাশবানীকে জানিয়েছেন, আগামী চার পাঁচ দিন, কোঙ্কন ও গোয়ার কিছু অংশ, মহারাষ্ট্র, গুজরাত, কর্ণাটক উপকূল এবং কেরালায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মুম্বাই, পালঘর এবং থানেতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারী করা হয়েছে।