December 18, 2025 9:48 PM

printer

ভারতীয়  আবহাওয়া দপ্তর (IMD) আগামীকাল উত্তর প্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য লাল সতর্কতা জারি করেছে

ভারতীয়  আবহাওয়া দপ্তর (IMD) আগামীকাল উত্তর প্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য লাল সতর্কতা জারি করেছে। IMD জানিয়েছে, বিহারপাঞ্জাবহরিয়ানাচণ্ডীগড় ,উত্তরাখণ্ডহিমাচল প্রদেশঝাড়খণ্ড এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও একই অবস্থা  থাকবে । অন্যদিকে আবহাওয়া দপ্তর আগামী দুই দিন উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দিয়েছে। এদিকে  দিল্লি-এবং সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে  বায়ুর মান সূচক  এখনও বেশ খারাপের পর্যায়ে আছে  ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।