ভারতীয় সম্প্রচারক সঞ্জয় গুপ্ত আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামকের (আইসিসি) নতুন প্রধান কার্যনির্বাহী আধিকারিক হিসেবে নিযুক্ত হয়েছেন। তাঁর নিয়োগের কথা ঘোষণা করে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, শ্রী গুপ্তের ক্রীড়া কৌশল এবং বাণিজ্যিকীকরণে ব্যাপক অভিজ্ঞতা আইসিসির জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে। তিনি আরও বলেন যে, আইসিসির মনোনয়ন কমিটি সর্বসম্মতিক্রমে সঞ্জয় গুপ্তের নাম সুপারিশ করে।
সাংবাদিক হিসেবে কর্ম জীবন শুরু করা সঞ্জয় গুপ্ত পরবর্তী সময়ে বেশ কয়েকটি সম্প্রচার সংস্থায় কাজ করেন