মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 1, 2025 8:27 AM

printer

ভারতীয় রেল দিল্লি এবং কলকাতার মধ্যে নির্দিষ্ট সময় ভিত্তিক কন্টেনার ট্রেন পরিষেবা আইল্যান্ড প্রকল্প হিসেবে শুরু করতে চলেছে।

ভারতীয় রেল দিল্লি এবং কলকাতার মধ্যে নির্দিষ্ট সময় ভিত্তিক কন্টেনার ট্রেন পরিষেবা আইল্যান্ড প্রকল্প হিসেবে শুরু করতে চলেছে। এই পরিষেবা দিল্লির আইসিডি তুঘলকাবাদ টার্মিনাল থেকে শুরু হয়ে কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড CONCOR এর আগ্রা ও কানপুর টার্মিনাল হয়ে CTCS কলকাতার মধ্যে চলবে। এই পরিষেবা  কন্টেইনার চলাচলের নির্দিষ্ট সময়সীমা ১২০ ঘন্টা নিশ্চিত করে বিশেষভাবে পরিকল্পিত, যা পণ্য পরিবহনের ক্ষেত্রে একটি মাইলফলক।

ভারতীয় রেল এক বিবৃতিতে জানিয়েছে যে বি সপ্তাহিক এই পণ্য চলাচল করবে প্রতি বুধবার এবং শনিবার। গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য এবং নির্দিষ্ট সময়ে পণ্য পৌঁছানো, সড়ক পরিবহনের থেকে প্রতিযোগিতামূলক পরিবহন ব্যবস্থা, গ্রাহকদের প্রয়োজনে পণ্য পৌঁছনোর ক্ষেত্রে অগ্রাধিকারের মত বেশ কিছু বহুমুখী সুবিধা এই পরিষেবায় পাওয়া যাবে।