ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে সোয়ার্ড মারিনেকে নিযুক্ত করা হচ্ছে বলে হকি ইন্ডিয়া আজ ঘোষণা করেছে। নেদারল্যান্ডসের প্রাক্তন হকি খেলোয়াড় মারিনে ২০২০ সালের টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক চতুর্থ স্থান অর্জনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আগামী ১৪-ই জানুয়ারি তিনি ভারতে পৌঁছবেন। ১৯ জানুয়ারি বেঙ্গালুরুর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া SAI-তে জাতীয় কোচিং ক্যাম্প শুরু হবে।
আসন্ন মহিলা বিশ্বকাপের বাছাইপর্বের জন্য দলের প্রস্তুতি নিশ্চিত করতে দ্রুত কোচ নিয়োগের জন্য হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকি যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তেলেঙ্গানার হায়দ্রাবাদে মার্চ মাসের ৮ থেকে ১৪ তারিখ FIH হকি মহিলা বিশ্বকাপের বাছাইপর্ব চলবে।