ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর চেয়ারম্যান ডঃ ভি. নারায়ণন বলেছেন যে একজন ভারতীয়কে চাঁদে নিয়ে যাওয়া এবং তাকে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে তাঁরা দ্রুততার সঙ্গে কাজ করছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানে কাজ করার জন্য নির্দেশিকা দিয়েছেন এবং ইসরো ২০৪০ সালের মধ্যে এই কাজটি সম্পন্ন করবে। তিনি বলেন যে ২০৩৫ সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি হবে। দেশের মহাকাশ কর্মসূচি সম্পর্কে তিনি জানান যে আজ এর অনেক সাফল্য রয়েছে, যার মধ্যে রয়েছে প্রথম প্রচেষ্টায় এবং তাও একটি মাত্র রকেট ব্যবহার করে মঙ্গল গ্রহের কক্ষপথ অভিযান সফলভাবে সম্পন্ন করা একমাত্র মহাকাশ সংস্থা।
গতকাল জলন্ধরের কাছে লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ে অষ্টম ছাত্র সংসদে ইসরো চেয়ারম্যান তার ভাষণে বলেন মহাকাশে ৯ মাসের মহাকাব্যিক ভ্রমণের পর নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের নিরাপদ প্রত্যাবর্তনের পুরো অভিযানটি পর্যবেক্ষণ করার সময় তিনি ঘুমাননি। নিজস্ব অভিযানের সাফল্যের জন্য অন্যদের কাছ থেকে শিখতে হবে। তিনি বলেন যে ভারতে প্রচুর সুযোগ রয়েছে। জাতিকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখার জন্য যেকোনো নির্বাচিত ক্ষেত্রে দক্ষতা অর্জনের লক্ষে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।