মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 15, 2025 8:35 AM

printer

ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অ্যাক্সিওম ফোর মিশনের আরও তিনজন  সদস্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন- আই এস এস এ ১৮ দিন কাটিয়ে আজ পৃথিবীতে ফিরে আসবেন।

ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অ্যাক্সিওম ফোর মিশনের আরও তিনজন  সদস্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন- আই এস এস এ ১৮ দিন কাটিয়ে আজ পৃথিবীতে ফিরে আসবেন। গতকাল আই এস এস পরীক্ষাগার থেকে স্পেস এক্স ড্রাগন মহাকাশযানে তাঁরা পৃথিবীতে আসার জন্য প্রায় ২২ ঘন্টা যাত্রার জন্য রওনা হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে আজ বেলা তিনটের সময়  স্প্ল্যাশডাউনটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন-

অক্সিওম-৪ মিশনের মহাকাশ অভিযান শুরু হয়েছিল ২৫ জুন ফ্যালকন-৯ রকেট ড্রাগন স্পেস ক্যাপসুল ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আই এস এসের দিকে উড়েছিল। গ্রুপ ক্যাপ্টেন শুক্লা মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয়। ১৯৮৪ সালে মহাকাশচারী রাকেশ শর্মা রাশিয়ান সোয়ুজ মহাকাশযানে যাওয়ার ৪১ বছর পর তার এই ভ্রমণ। আই এস এসে থাকার সময়, শুভাংশু শুক্লা ভারতের সাতটি মাইক্রোগ্রাভিটি পরীক্ষা চালান। রবিবার, নাসার অভিযান দল অ্যাক্সিওম-৪ মিশনের সদস্যদের জন্য একটি ঐতিহ্যবাহী বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী শুক্লা তার মহাকাশ যাত্রাকে সত্যিই অবিশ্বাস্য বলে বর্ণনা করেন।

আকাশ গঙ্গা নামে পরিচিত এই মিশন অ্যাক্সিওম স্পেস, নাসা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা- ইসরো র মধ্যে একটি যৌথ প্রচেষ্টা। এটি ভারতের উচ্চাকাঙ্ক্ষী মানব মহাকাশযানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।এর মধ্যে আসন্ন গগনযান মিশন এবং প্রস্তাবিত ভারতীয় অন্তর্দৃষ্টি স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।