ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অ্যাক্সিওম-৪ মিশনের আরও তিনজন ক্রু সদস্যের প্রত্যাবর্তন যাত্রা শুরু হয়েছে। স্পেসএক্স, এক্স-এর পোস্টে নিশ্চিত করেছে যে ক্রু ক্যাপসুল ড্রাগন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, আইএসএস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা জানিয়েছে যে মহাকাশযানটি এখন মহাকাশ স্টেশন থেকে দূরে সরে যাওয়ার জন্য একাধিক ডিপারচার বার্ন সম্পাদন করবে। তারা আরও জানিয়েছে যে ড্রাগন পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করবে এবং প্রায় সাড়ে বাইশ ঘন্টা পরে আগামীকাল ক্যালিফোর্নিয়ার উপকূলে ঘন্টা পরে ছিটকে পড়বে।
অবতরণের পর, গ্রুপ ক্যাপ্টেন শুক্লা এবং অন্যান্য ক্রু সদস্যরা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে ৭ দিনের পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যাবেন। গ্রুপ ক্যাপ্টেন শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৪ দিনের মিশনে রয়েছেন। তিনিই প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শন করলেন। তিনি ১৯৮৪ সালে মহাকাশে যাওয়া উইং কমান্ডার রাকেশ শর্মার পরে দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী। সফরে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা ভারতের পক্ষে সাতটি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করেছেন। আইএসএস-এ বিদায়ী ভাষণে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা তার মহাকাশ যাত্রাকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন।