ভারতীয় মহাকাশচারী, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, আজ নিজের শহর লখনউ পৌঁছলে, তাঁকে অভ্যর্থনা জানানো হয়। লখনউ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। পথে লখনউয়ের বাসিন্দারা ফুল ছড়িয়ে, তেরঙা পতাকা নাড়িয়ে শুভাংশু শুক্লাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
উপ-মুখ্যমন্ত্রী পরে এক অনুষ্ঠানে বলেন, শুভাংশু শুধুমাত্র লক্ষ্ণৌ শহরের নয়, গোটা দেশের গর্ব।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ সন্ধ্যায় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন শুক্লাকে সম্বর্ধিত করবেন।