ভারতীয় বিমান বাহিনী আজ ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুয়াহাটিতে প্রথম পূর্ণাঙ্গ এয়ার শো আয়োজন করেছে। পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ডের উদ্যোগে ব্রহ্মপুত্র নদীর লাহিত ঘাটের আকাশে ৭৫টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ২৫টিরও বেশি ফরমেশনে কসরত প্রদর্শন করে। এগুলো পরিচালিত হয় গুয়াহাটি, তেজপুর, জোরহাট, চাবুয়া, হাসিমারা, বাগডোগরা ও পানাগড় বিমান ঘাঁটি থেকে।
যে সব যুদ্ধবিমান ও হেলিকপ্টার মহড়ায় অংশ নেয় তার মধ্যে রয়েছে রাফাল, সুখোই-৩০, অ্যাপাচি, মিগ-২৯, আইএল-৭৮ রিফুয়েলার, মিরাজ, জাগুয়ার, সি-১৭ গ্লোবমাস্টার, এমআই-১৭, অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার এমকে-১, সি-১৩০ হারকিউলিস, অ্যান্টোনভ এএন-৩২ এবং সূর্যকিরণ।