মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 9, 2025 1:50 PM

printer

ভারতীয় বিমান বাহিনী আজ ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুয়াহাটিতে প্রথম পূর্ণাঙ্গ এয়ার শো আয়োজন করেছে

ভারতীয় বিমান বাহিনী আজ ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুয়াহাটিতে প্রথম পূর্ণাঙ্গ এয়ার শো আয়োজন করেছে। পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ডের উদ্যোগে ব্রহ্মপুত্র নদীর লাহিত ঘাটের আকাশে ৭৫টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ২৫টিরও বেশি ফরমেশনে কসরত প্রদর্শন করে। এগুলো পরিচালিত হয় গুয়াহাটি, তেজপুর, জোরহাট, চাবুয়া, হাসিমারা, বাগডোগরা ও পানাগড় বিমান ঘাঁটি থেকে।    

যে সব যুদ্ধবিমান ও হেলিকপ্টার মহড়ায় অংশ নেয় তার মধ্যে রয়েছে রাফাল, সুখোই-৩০, অ্যাপাচি, মিগ-২৯, আইএল-৭৮ রিফুয়েলার, মিরাজ, জাগুয়ার, সি-১৭ গ্লোবমাস্টার, এমআই-১৭, অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার এমকে-১, সি-১৩০ হারকিউলিস, অ্যান্টোনভ এএন-৩২ এবং সূর্যকিরণ।