মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 26, 2025 10:06 PM

printer

ভারতীয় বিমান বাহিনী আজ চণ্ডীগড়ে ছয় দশক ধরে জাতির সেবায় নিয়োজিত  মিগ-২১ বিমানকে বিদায় জানিয়েছে

ভারতীয় বিমান বাহিনী আজ চণ্ডীগড়ে ছয় দশক ধরে জাতির সেবায় নিয়োজিত  মিগ-২১ বিমানকে বিদায় জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে বিমানটিকে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধে মিগ ২১-এর ভূমিকার প্রশংসা করে বলেন, বহু ক্ষেত্রেই এই বিমান তার দক্ষতা প্রমাণ করেছে। মিগ ২১ শুধুমাত্র জাতীয় গর্ব নয়, এর বৈচিত্র্যই বিমানটির অন্যতম বৈশিষ্ট্য।  

বিমান বাহিনীর প্রধান মার্শাল এ পি সিং বাদল এই  শেষ উড়ানে অংশ নেন। চীন-ভারত যুদ্ধের পর ১৯৬৩ সালে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত মিগ ২১ ছিল দেশের প্রথম সুপারসনিক ফাইটার জেট।

১৯৬৫ এবং ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে এই বিমানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাকিস্তানি বিমান বাহিনীর মারাত্মক ক্ষতিসাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মিগ-২১।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।