June 22, 2025 9:18 PM

printer

ভারতীয় প্যারা ব্যাডমিন্টন টিম এশিয়া প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মোট ২৭টি পদক জিতেছে

ভারতীয় প্যারা ব্যাডমিন্টন টিম এশিয়া প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ৪টি সোনা সহ মোট ২৭টি পদক জিতেছে। ভারত এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে  শেষ করেছে। পুরুষদের সিঙ্গেলস এ নীতেশ কুমার, মহিলাদের সিঙ্গলসে মণীষা রামদাস, পুরুষদের ডাবলসে নীতেশ-সুকান্ত জুটি এবং মিক্সড ডাবলসে  নীতেশ-তুলসীমাথি জুটি সোনা জিতেছেন। এছাড়া সূর্যকান্ত যাদব – পুরুষদের সিঙ্গলসে রূপো পেয়েছেন, মহিলাদের সিঙ্গলসে  মনদীপ কৌর ও পালক কোহলি রূপো জিতেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।