May 24, 2025 10:04 AM

printer

ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া পোল্যান্ডের চোরজোতে ২০২৫ সালের ইয়ানুস কুসোচিনস্কি মেমোরিয়াল প্রতিযোগিতায় রুপো জিতেছেন।

ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া পোল্যান্ডের চোরজোতে ২০২৫ সালের ইয়ানুস কুসোচিনস্কি মেমোরিয়াল প্রতিযোগিতায় রুপো জিতেছেন দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ তার ষষ্ঠ প্রচেষ্টায় ৮৪.১৪ মিটার থ্রো রেকর্ড করে পদক নিশ্চিত করেন।

এই প্রতিযোগিতায় জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৬.১২ মিটার থ্রো করে সোনা জিতেছেন৮৩.২৪ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।