December 20, 2025 6:59 PM

printer

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আজ আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আজ আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। সূর্যকুমার যাদব অধিনায়কত্ব করবেনফিটনেস ও ফর্মের ঘাটতির কারণে এতদিন ধরে ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব সামলানো শুভমন গিল এই স্কোয়াড থেকে বাদ পড়েছেনসহ-অধিনায়কের দায়িত্বে ফিরেছেন অক্ষর প্যাটেল।

দলে দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ফিরেছেন ঈশান কিশান। ওপেনিং জুটিতে থাকছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। মিডল অর্ডারে শক্তি বাড়াতে  রিঙ্কু সিংকে দলে ফেরানো হয়েছেএছাড়াও তিলক বর্মা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে, স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর থাকছেন

উল্লেখ্য, আইসিসি টি20 বিশ্বকাপ আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।