ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অফশোর পেট্রোল ভেসেল আই সি জি এস সাচেত, আঞ্চলিক নিরাপত্তা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মোজাম্বিকের মাপুতোতে পৌঁছেছে। এক বিবৃতিতে, উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে জাহাজটির এই সফরের লক্ষ্য হল সমুদ্রে অপরাধ দমন, সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার কাজ এবং পরিবেশগত জরুরি অবস্থা মোকাবিলায় মোজাম্বিকের সামুদ্রিক সংস্থাগুলির সক্ষমতা বৃদ্ধি করা, যার ফলে একটি নিরাপদ এবং সুস্থায়ী সামুদ্রিক পরিমণ্ডল নিশ্চিত হবে।
মানবিক সহায়তার প্রতি ভারতের প্রতিশ্রুতি আরও জোরদার করতে জাহাজটি ২০ মেট্রিক টন বিভিন্ন ত্রাণ এবং বিভিন্ন চিকিৎসা সামগ্রী বহন করছে। মোজাম্বিকে জনস্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার জন্য এগুলি মোজাম্বিককে হস্তান্তরিত করা হবে।