ভারতীয় আবহাওয়া দফতর – IMD, আগামীকাল পর্যন্ত পাঞ্জাবের বিচ্ছিন্ন এলাকায় সকাল ও রাতের সময়ে ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে । পাশাপাশি , আজ বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও পাঞ্জাবের বিচ্ছিন্ন এলাকায়ও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আজ হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। অন্যদিকে, আগামী তিন দিনে মহারাষ্ট্রে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, দিল্লি-এনসিআর অঞ্চলের বায়ুর মান অত্যন্ত খারাপ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টায় জাতীয় রাজধানীর গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স – AQI রেকর্ড করা হয়েছে ৩৯৮।
Site Admin | January 20, 2026 10:35 AM
ভারতীয় আবহাওয়া দফতর – IMD, আগামীকাল পর্যন্ত পাঞ্জাবের বিচ্ছিন্ন এলাকায় সকাল ও রাতের সময়ে ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে ।