ভারতীয় আবহাওয়া দফতর IMD জানিয়েছে, আগামী ৭ দিন ধরে উত্তর-পশ্চিম, মধ্য, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গুজরাট ও ওড়িশার বেশ কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বিচ্ছিন্নভাবে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ উপকূলীয় কর্ণাটক, পূর্ব রাজস্থান, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি, আবহাওয়া দফতর অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লির বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে।