মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 6, 2025 11:50 AM

printer

ভারতীয় আবহাওয়া দফতর, IMD আজ দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড এবং রাজস্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে।

ভারতীয় আবহাওয়া দফতর, IMD আজ দিল্লিহরিয়ানাপাঞ্জাবহিমাচল প্রদেশজম্মু-কাশ্মীরউত্তরাখণ্ড এবং রাজস্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। IMD জানিয়েছেউত্তর-পূর্ব রাজ্যগুলির কিছু অংশহিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গসিকিমতামিলনাড়ুপুদুচেরিকরাইকাল এবং পশ্চিম উত্তর প্রদেশে আগামী দুতিনদিনের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকেবিহারঅন্ধ্র প্রদেশ উপকূলকর্ণাটকঝাড়খণ্ডকেরালামাহেওড়িশাতেলেঙ্গানাপশ্চিমবঙ্গের কিছু অংশেও আজ বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।