ভারতীয় আবহাওয়া দফতর – IMD, আগামী দু’দিন রাজস্থান এবং মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। একইসঙ্গে, IMD চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। বুধবার পর্যন্ত জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তর প্রদেশে একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে, আজ সন্ধ্যায় জাতীয় রাজধানীর কয়েকটি এলাকায় ধুলোঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ায় আর্দ্র আবহাওয়া থেকে খানিক স্বস্তি মিলেছে।