ভারতীয় আবহাওয়া দপ্তর- IMD আগামীকাল দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও ওড়িশার কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। IMD জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা, হিমাচল প্রদেশ ও ওড়িশাতে আগামীকাল ভোরের দিকে ঘন কুয়াশা দেখা দিতে পারে।
IMD আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে ।
এদিকে, আজ সন্ধ্যায় দিল্লি-এনসিআর অঞ্চলের বায়ুর মান ‘অত্যন্ত খারাপ’ শ্রেণিভুক্ত হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টায় দিল্লি-এনসিআরের বাতাসের গুণমাণ সূচক-AQI ছিল ৩২২।